ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকল না
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা আপিল খারিজ করে আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিন।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘২০১৪ সালের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম। আজ শুনানি শেষে আদালত আমাদের আপিল খারিজ করেছেন।’
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘দ্বিতীয়বার সুযোগ চেয়ে কিছু শিক্ষার্থীর করা আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। এর ফলে ঢাবিতে ভর্তির জন্য একবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা।’
এর আগে গত ৮ জুলাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের করা রিটের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল দায়ের করলে আজ শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল। গত বছরের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ বছর পাস করা কোনো শিক্ষার্থী আর আগামী বছর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সে সময় টানা কয়েক দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করেন। এর পর ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক বাদী হয়ে গত মার্চে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ১৬ মার্চ রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল বিষয়ে রুল জারি করা হয়েছিল। পরে রুলের চূড়ান্ত শুনানি শেষে ৮ জুলাই রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট।