স্ট্যামফোর্ডে সংবাদ উপস্থাপনার কর্মশালা সম্পন্ন
উপস্থাপনা, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রকাশ কিংবা অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান এবং তথ্যপ্রবাহ মানুষের সামনে মেলে ধরার একমাত্র উপায়। কিন্তু আপনি যা জানেন কিংবা যা মানুষকে জানাতে চান, তা যদি সুন্দরভাবে উপস্থাপন না করা যায়, তবে আপনার শ্রোতা-দর্শক সেটা গ্রহণ করবে না। উপস্থাপনার নানা ধরনের মধ্যে, অবাধ তথ্যপ্রবাহের এ যুগে সংবাদ উপস্থাপন মানুষের কাছে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে একটি তুমুল জনপ্রিয় পেশা হিসেবে বিবেচিত হচ্ছে, তাদের মনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন এবং সংবাদ উপস্থাপনার আদ্যোপান্ত জানতে আগ্রহী হয়ে উঠেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই জানার আগ্রহ এবং এ বিষয়ে তাদের সঠিক জ্ঞান ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম এবং লক্ষ্য’-এর যৌথ উদ্যোগে আয়োজন করে ‘স্ট্যামফোর্ড সংবাদ উপস্থাপনা কর্মশালা-২০১৫’।
গত ২৫ আগস্ট মঙ্গলবার ক্যাম্পাস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় বর্তমান সময়ের স্বনামধন্য ও জনপ্রিয় সব সংবাদ উপস্থাপক বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আরিফুর রহমান, স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের সভাপতি আমিনুল হাসান, লক্ষ্য-এর প্রধান নির্বাহী জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরী ও বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংবাদ উপস্থাপক সামসুদ্দিন হায়দার ডালিম।
কর্মশালার শুরুতেই সংবাদ উপস্থাপনার প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেন চৌধুরী দৌলত মোহাম্মাদ জাফরি। এর পর সংবাদ উপস্থাপনার নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর তরুণ প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন এ সময়ের সংবাদ উপস্থাপনায় আগ্রহী শিক্ষার্থীদের আদর্শ সামসুদ্দিন হায়দার ডালিম। তিনি বলেন, সংবাদের ভাবার্থ বুঝে, সাবলীলতা বজায় রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারাটাই একজন সংবাদ উপস্থাপকের মূল কাজ।
পরের সেশনে শুদ্ধ উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেন সংবৃতা আবৃত্তি সংস্থার প্রধান এ কে এম সামসুদ্দোহা।
এর পর দেশের স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন; যাঁদের মধ্যে ছিলেন সংগীতা খান (বাংলাভিশন), জাভেদ কার্দার (দেশটিভি), মোহাম্মদ শাহাবুদ্দিন (নির্বাহী প্রযোজক-এনটিভি), সেলিনা মোমেন (এটিএন বাংলা), মানজুর আল মতিন (চ্যানেল টোয়েন্টিফোর), সংবাদ উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি (এশিয়ান টিভি), ডা. সাকলায়েন রাসেল (মাই টিভি), মোহসিনা শাওন (এনটিভি), সাবরিনা সাকা মীম (আরটিভি), সালাউদ্দীন সাদী (এসএটিভি), শাকিলা সোবহান (এশিয়ান টিভি)।
এর পর বিশেষ একটি সেশনে জীবনবৃত্তান্ত লেখার নানা কৌশল নিয়ে আলোচনা করেন এনটিভির নির্বাহী প্রযোজক মুহাম্মাদ শাহাবুদ্দিন
।
শেষ সেশনে নিজেদের নানা অভিজ্ঞতা আর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন দুজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক আর উপস্থাপিকা সংগীতা খান ও জাভেদ কারদার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনটিভির সংবাদ উপস্থাপক ও লক্ষ্যের প্রধান নির্বাহী রাইসুল হক চৌধুরী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি।
সমাপনী বক্তব্যে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন সম্পর্কে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেট ফোরামের সভাপতি আমিমুল হাসান বলেন, ডিবেট ফোরাম শিক্ষার্থীদের উপকারে সব সময় যৌক্তিক উদ্যোগ গ্রহণ করে। স্বনামধন্য প্রতিষ্ঠান ‘লক্ষ্য’র সহযোগিতায় এ আয়োজনও সমান যৌক্তিক।
লক্ষ্যের প্রধান নির্বাহী রাইসুল হক চৌধুরী বলেন, ‘লক্ষ্য’ একটি শিক্ষা-কল্যাণমূলক প্রতিষ্ঠান। লক্ষ্য চায়, আগামী ১০ বছর পর দেশের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি করে ‘প্রেজেন্টেশন ক্লাব’ থাকবে, যা শিক্ষার্থীদের স্মার্ট উপস্থাপনা, বাচনভঙ্গি ও শুদ্ধ করে কথা বলা নিশ্চিত করবে।
দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে ছিল প্রশিক্ষণার্থীদের জন্য সনদ বিতরণ। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারুক কবির তা বিতরণ করেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এনটিভি অনলাইন।