এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৬ মে
আগামী ৬ মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দিবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আফরাজুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
আফরাজুর রহমান আরো বলেন, ৬ মে দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এর পরই ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে অথবা নিজ নিজ প্রতিষ্ঠানে ফলাফল জানতে পারবেন।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ আট হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। তিন হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীন এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষা দেয়। এ ছাড়া বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়।