চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
ক্লাসের সময়সূচি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিনদিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্বিবদ্যালয়ে। দাবি আদায়ে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার আন্দোলনের তৃতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। সারাদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশসহ প্রতিবাদী নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
ক্লাসের সময় অনেক দীর্ঘ হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ২৩ আগস্ট হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শুভাশীষ সেন নামের এক শিক্ষার্থী। তাঁর সহপাঠীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক লেখাপড়ার চাপই তাঁর মৃত্যুর কারণ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
ক্লাসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৫টার পরিবর্তে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়টিতে মেডিসিন সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফিসারিজ অনুষদে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছেন।