এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথমপত্রের জায়গায় দ্বিতীয়পত্রের প্রশ্ন!
চলতি এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথমপত্রের জায়গায় দ্বিতীয়পত্রের প্রশ্ন সরবরাহ করায় শিক্ষকসহ দুজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক আবু সাদেক এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুশ শাকুর সাদি।
দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ভুল প্রশ্ন সরবরাহ করায় ওই কেন্দ্রের পরীক্ষা অন্তত ১০ মিনিট পর শুরু হয়। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, পরীক্ষা নির্ধারিত সময়ের পর শুরু হলেও পরে সময় বাড়িয়ে দেওয়া হয়।
দুর্গাপুরের ইউএনও ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে এইচএসসিতে ভূগোল প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়। কিন্তু দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্রেজারি থেকে ভূগোল প্রথমপত্র প্রশ্ন না দিয়ে দ্বিতীয়পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। পরে প্রশ্নের মোড়ক খুলে দেখা যায় দ্বিতীয়পত্রের প্রশ্ন। সঙ্গে সঙ্গে প্যাকেট বন্ধ করে পুনরায় ওই স্থান থেকে নির্ধারিত প্রথমপত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। এতে ১০ মিনিটের মতো সময় চলে যায়। পরে পরীক্ষার্থীদের নির্ধারিত সময় থেকে ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। ওই কেন্দ্রের ভূগোল বিষয়ে মোট ৫৮২জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার্থীরা সবাই সুসঙ্গ সরকারি কলেজ ও মফিজ উদ্দিন কলেজ থেকে অংশ নিচ্ছিলেন।
এ ঘটনা তদন্ত করতে জেলা প্রশাসন থেকে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. খালিদ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন দুর্গাপুরের ইউএনও মো. মামুনুর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) সিবলী সাদিক ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ।
তদন্ত শেষে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে ইউএনও জানান।
ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ মে
এদিকে দুর্গাপুরের ঘটনায় গতকালই ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা সারা দেশে স্থগিত করা হয়। নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে ওই পরীক্ষা হবে আগামী ১৪ মে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।