স্টামফোর্ডে আন্তবিভাগ বিতর্কের উদ্বোধন
‘মুক্তচিন্তায় দেশ রাঙাই যুক্তির বুলিতে’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) আয়োজন করেছে দশম স্টামফোর্ড আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস মিলনায়তনে পাঁচদিনব্যাপী এই বিতর্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক কবি নাসির আহমেদ ও ঢাকা সিটি এফএমের অনুষ্ঠান প্রধান রেডিও জকি (আরজে) নীরব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফের প্রেসিডেন্ট আমিমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাটের ইংরেজি বিতর্কের কর্মশালা। কর্মশালার প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা প্রশাসনের (আইবিএ) বিতার্কিক আদেল মোসতাক আহমেদ।
এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগ থেকে বাংলা ও ইংরেজি দুটি ভাগে প্রতিযোগিতা শুরু হচ্ছে। সংসদীয় পদ্ধতির বাংলা বিতর্কে ৩২টি দল এবং ব্রিটিশ পার্লামেন্ট পদ্ধতিতে ইংরেজি বিতর্কে ২৪টি দল অংশগ্রহণ নেবে। প্রতিযোগিতায় বিচারকার্যে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশসেরা খ্যাতনামা সাবেক বিতার্কিকরা।
এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ডেইলি সান, দৈনিক ইত্তেফাক, ঢাকা সিটি এফএম ও এনটিভিবিডি ডট কম।