গাজীপুরের আইইউটিতে যন্ত্র প্রকৌশলীদের মিলনমেলা
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান প্রতিযোগিতামূলক উৎসব মেকসেলারেশন-২০১৫। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভিত্তি করে বোর্ড বাজারে অবস্থিত আইইউটি ক্যাম্পাসে আজ শুক্রবার ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এইচ খান। আইইউটির উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড কিংডম ফর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ভিড হাউ।
মেকসেলারেশন ২০১৫-তে রোবটিকস (লাইন ফলোয়ার), বিজনেস আইডিয়া, ক্যাড কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং, মেকানিক্যাল অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান এই ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে প্রজেক্ট শোকেসিং এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ মিলনমেলায় ৪০টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল সর্বমোট এক লাখ ২৫ হাজার টাকার পুরস্কার।