রুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১২তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ।
কর্মসূচির উদ্বোধনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কবর জিয়ারত করা হয়। সকাল ৯টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এসব কর্মসূচিতে উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মোশাররাফ হোসেনসহ সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান ছাড়া ও রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১০টায় কেন্দ্রীয় শরীরচর্চা কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। দুপুর ১২টায় কেন্দ্রীয় শরীর চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ ও যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী।