জাবির ইংরেজি বিভাগে যোগ দিচ্ছেন ক্যাথি এ বেকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফেলো হিসেবে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ক্যাথি এ বেকার। আমেরিকান সেন্টারের সহায়তায় তিনি ইংরেজি ভাষা শেখার ব্যাপারে সহায়তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রেও ইংরেজি ভাষা শিক্ষা দেবেন।
আজ বৃহস্পতিবার আমেরিকান দূতাবাসের ব্যুরো অব এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের কর্মকর্তা জর্জ মেসথোস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমেরিকান দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। এ সময় আমেরিকান দূতাবাসের কর্মকর্তা রাইহানা সুলতানা ও ইংরেজি বিভাগের সভাপতি তানিয়া শারমীন উপস্থিত ছিলেন।