আজও খুলল না ক্যাফে, সভাপতির পদত্যাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মতিউর রহমান। কমিটির সচিব বেরোবির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের গাফিলতি ও উদাসীনতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরশেদ উল আলমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন তিনি।
পদত্যাগপত্রে মতিউর রহমান উল্লেখ করেন যে চার মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটির সচিবের কার্যকর অংশগ্রহণের অভাবে কমিটির কোনো সভা আহ্বান করা সম্ভব হয়নি এবং ক্যাফেটেরিয়া চালুর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায়নি। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এ বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়নি।
ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ সমাপ্তির প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও কর্তৃপক্ষের অনীহা ও গাফিলতির কারণে এখন পর্যন্ত এর কোনো কার্যক্রমই চালু হয়নি। গত বছরের ডিসেম্বরে উপাচার্যের অপসারণের দাবিতে শুরু হওয়া আন্দোলনের অন্যতম দাবি ছিল এই ক্যাফেটেরিয়া চালু করা। শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে গত ২৩ এপ্রিল ১১ সদস্যবিশিষ্ট ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটি গঠন করা হলেও সেটি কার্যত লোক দেখানো ছিল মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ব্যবস্থাপনা কমিটির সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এ অবস্থায় কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াটি চালু করা হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এ বিষয়ে বেরোবির অধিকাংশ শিক্ষার্থীই এখন সন্দিহান।