ক্লাস বর্জনের ঘোষণা ঢাবির ছাত্রীদের
কোটা সংস্কার আন্দোলনকারীদের মুক্তি ও ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ছাত্রীরা সংবাদ সম্মেলন করে ওই ঘোষণা দেয়।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী শেখ মৌসুমী বলেন, ‘রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে। তাঁদের এই অবস্থায় রেখে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি না। তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।'
শেখ মৌসুমী বলেন, ‘আজকের বিক্ষোভে করে আমরা যখন গ্রন্থাগারের সামনে আসি সেখানে অনেকে ছেলে আমাদের কটূক্তি করে। আমরা ক্যাম্পাস নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাই।’
এর আগে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, সিনেট হয়ে আবার টিএসসিতে এসে সমাবেশ করে। পরে রোকেয়া হলের সামনে তারা সংবাদ সম্মেলন করে।