নানা সমস্যা তুলে ধরে ‘অন্তপুরীর সাতকাহন’ পাবিপ্রবি ছাত্রীদের
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একমাত্র ছাত্রী হলের নানা সমস্যা তুলে ধরে ‘অন্তপুরীর সাতকাহন’ অনুষ্ঠান করেছে ছাত্রীরা। গতকাল রোববার রাতে (২৬ জানুয়ারি) এই ‘অন্তপুরীর সাতকাহন’ করা হয়।
‘অন্তপুরীর সাতকাহন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ ড. জিন্নাত রেহানা।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের তৈরি করতে হবে। আমাদের দেশের মেয়েরা অনেক দায়িত্বশীল হয়ে থাকে, জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্ন বড়, চিন্তার পরিধি বৃদ্ধি এবং মন ও মননে বিকশিত হতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্য আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ছাত্রী হলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, হলের সকল কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন ইভেন্ট। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।