বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ১৩ ও ১৭ সেপ্টেম্বর
আলাদা বেতন কাঠামোর দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ১৩ ও ১৭ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রভোস্টের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচি এ এস এইচ মাকসুদ কামাল।
গত সোমবার মন্ত্রিসভায় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে সর্বোচ্চ ৭৮,০০০ ও সর্বনিম্ন ৮,২৫০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এর পর থেকে বেতন বৈষম্যের অভিযোগ এনে আন্দোলনে নামেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।