ঢাবি ভর্তি : অনলাইন আবেদন শেষ, আসনপ্রতি লড়বে ৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩৯ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবদুল আজিজসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বছর ছয় হাজার ৬৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন দুই লাখ ৫৪ হাজার ৪০৪ শিক্ষার্থী। এ পর্যন্ত ব্যাংকে ফি জমা দিয়েছেন দুই লাখ ২৯ হাজার ১১৮ জন।
এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ১৬১ শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন।
‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় দুই হাজার ২৮০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন সংগ্রহ করেছেন ৩১ হাজার ৪২১ শিক্ষার্থী। গড়ে এ ইউনিটে লড়বেন সর্বনিম্ন ১৪ জন।
‘গ’ ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৪৩ হাজার ৮৫৭ শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৮ জন।
‘ঘ’ ইউনিটে এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে লড়বেন ৯৪ হাজার ৭৯৮ শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৬৬ শিক্ষার্থী।
‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনপত্র সংগ্রহ করেছেন ১২ হাজার ১৬৭ শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন সর্বোচ্চ ৯১ শিক্ষার্থী।
এদিকে, যেসব শিক্ষার্থী এখনো ব্যাংকে ফি জমা দিতে পারেননি, তাঁদের টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বছর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১৭ অক্টোবর, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।