৬ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নিরাপদ বাংলাদেশসহ ছয় দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো : চলমান পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন, খুনিদের সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বচ্ছতা এবং আন্দোলন-পরবর্তী সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় রুয়েটের প্রধান গেটের ভেতরে এসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এরপর মানববন্ধনের জন্য সেখান থেকে শিক্ষার্থীরা মহাসড়কে যেতে চাইলে পুলিশ তাদের নিষেধ করে। পরে শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সময় চেয়ে মহাসড়কে এসে মানববন্ধন শুরু করেন। মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আমার বাংলাদেশে আমি লজ্জিত’, ‘হ্যাঁ, আমি মেয়ে কিন্তু তার আগে আমি একজন মানুষ’, ‘সুবোধ তুই পালাস নে আমরা তোর সাথে আছি’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’ এসব লেখাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় সরকারের উদ্দেশে শিক্ষার্থীরা বলেন, ‘যেখানে শিক্ষার্থীরা নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছে, সেখানে শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আপনাদের উচিত ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আপনারা সেটা না করে উল্টো তাদের ওপর হামলা চালাচ্ছেন। আজকের এসব শিক্ষার্থী আগামীতে প্রশাসন বা দেশের নেতৃত্ব দেবে। আজ আপনারা যে পথ দেখাবেন, তারা আগামীতে সেই পথেই চলবে। কিন্তু আপনারা যে পথ দেখাচ্ছেন, সেটা সঠিক পথ নয়।’
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চলাচলের জন্য একটা জরুরি লেন চালু রাখেন। এ ছাড়া বিভিন্ন পরিবহনের লাইসেন্সও পরীক্ষা করছিলেন তাঁরা।
এদিকে, নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এরপর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে মিডিয়া চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে ‘অহিংস পদযাত্রা’ বের করেন শিক্ষকরা। পদযাত্রাটি ক্যাম্পাস ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে।