নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
রাজধানীর জিগাতলা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগটির বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণ নেওয়া শিক্ষার্থীরা হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসীরা হামলা করেছে। তাদের উপর গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার দাবি জানাই। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন চাই।’
বিভাগটির ছাত্র সামছুল আরেফিন সুজন বলেন, ‘চলমান আন্দোলনকারী শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে তা যৌক্তিক। সরকারও তদের দাবিগুলোকে যৌক্তিক বলে জানিয়েছেন। কিন্তু তাদের ওপর হামলা কেন? কোন উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালানো হয়েছে? আমরা হামলাকারীদের বিচারের দাবি জানাই। তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক।’