ছাত্রদল নেতার ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল চৌধুরী সোহেলের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দার কথা জানায় সংগঠনটি।
সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইসরাফিল চৌধুরী সোহেলকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি মাহমুদর রহমান জনির নেতৃত্বে ও নির্দেশে ছাত্রলীগ নামধারী ১০-১২ জন সন্ত্রাসীরা ইসরাফিল চৌধুরী সোহেলের ওপর দেশীয় অস্ত্র, চাপাতি, রড , লোহার পাইপ দিয়ে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমালোচনা করে এতে উল্লেখ করা হয়েছে, প্রক্টরিয়াল বডির সদস্যরা ইসরাফিলকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। একই সাথে প্রক্টরিয়াল বডির শিক্ষকদের শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থেকে শাসক দলের কর্মীর ন্যায় আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাবি ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাবি ছাত্রলীগের প্রত্যেকটি অপকর্মের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব আওয়ামীদলীয় ‘দালাল’ শিক্ষকগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত। তাই তাদের কাছ থেকে কোনো ন্যায় বিচার এবং সুশাসন আশা করা যায় না।