জাবিতে দেশের প্রথম সফটওয়্যার গবেষণা কেন্দ্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের উদ্যোগে সফটওয়্যার পরীক্ষা ও মান যাচাই গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দেশের এ ধরনের কেন্দ্র এই প্রথম। আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় তরুণদের কাজে লাগিয়ে তথ্য ও প্রযুক্তিসম্পন্ন মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। সে সঙ্গে সরকার তথ্য বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় বলেও জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, নেটওয়ার্ক বিল্ডিং, হিউম্যান রিসোর্স তৈরি, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এবং উপজেলা পর্যায়ে থ্রিজি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘চলতি মাসের মধ্যে আইসিটি ডিভিশনে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে ইনফো সরকার-২ প্রজেক্টের আওতায় প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক কেবল পৌঁছে দেওয়া হবে। যেন প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা শিক্ষা-স্বাস্থ্য-চিকিৎসা ও কৃষিসেবা সম্পর্কে জেনে নিজেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আইআইটি বিভাগের সভাপতি আক্কাস আহমেদ, প্রভাষক ফজলুর রহমান পাটোয়ারীসহ আরো অনেকে।