রাবিতে ঈদের ছুটি শুরু রোববার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুটি আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি জানান, ছুটির পরদিন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হবে।
অধ্যাপক ইলিয়াস জানান, ঈদের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে অক্টোবরের ১ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি চলবে। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।