জাবির ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহরের দাবি ছাত্রফ্রন্টের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি নয় বরং মূল্য হ্রাস করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সাফা-আত পারভেজ ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এ দাবি জানায় সংগঠনটি।
এক বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে আয় হয় আট কোটি ৪০ লাখ টাকা। এর প্রায় পুরোটাই প্রশাসন এবং ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তারা প্রতিজন লক্ষাধিক টাকা করে ভাগ বাটোয়ারা করে নেন।
ছাত্রফ্রন্টের নেতারা অভিযোগ করে বলেন, ভর্তি ফরমের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে বিশ্ববিদ্যালয়কে অভ্যন্তরীণ আয় তথা ছাত্র বেতন-ফির ওপর নির্ভরশীল করানোর যে আয়োজন ইউজিসির কৌশলপত্র অনুসারে চলছে তারই অংশ। আর শিক্ষকরাও জনগণের পকেট কেটে নিজেদের সংকট মেটানোর এই পথ পরিহার না করলে পুরো শিক্ষা-ব্যবস্থা অচিরেই ধ্বংসের মুখে পতিত হবে। ছাত্র আন্দোলনের ভয়ে ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় এ রকম ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত নিন্দনীয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ (এ-ইউনিট), সমাজবিজ্ঞান অনুষদ (বি-ইউনিট), জীববিজ্ঞান অনুষদ (ডি-ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (ই-ইউনিট) এই চারটি অনুষদের আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কলা ও মানবিকী অনুষদে (সি-ইউনিট) বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার জন্য প্রতি বিভাগে আবেদন ফরমের মূল্য ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এ অনুষদে পৃথকভাবে ৯ বিভাগে পরীক্ষা দিতে হলে একজন ভর্তীচ্ছুকে গুনতে হবে এক হাজার ৫৭৫ টাকা।