ঢাবিতে ফের ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের এক ছাত্রদল কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন। তিনি হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
এর আগে গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই ছাত্রদল নেতাকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার হামলায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের সহসম্পাদক সাকিবুর রহমান সায়েমসহ সাত-আটজন। তবে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার ঘটনার বর্ণনায় ইমন জানান, ছাত্রলীগের সাত-আটজন নেতাকর্মী রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে তাঁকে মারধর করে গায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে ইমন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ (আইএমএল)-এর ভেতরে যান।
খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সরে পড়েন। পরে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দেখতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এরই মধ্যে ইমনকে সাহায্য করতে প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’