ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজন বহিষ্কার
ছিনতাইয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদকসহ তিনজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সকালে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন, শাখা ছাত্রলীগের সহসম্পাদক মাজেদুল হাসান (রসায়ন-৪৩ ব্যাচ), ছাত্রলীগকর্মী দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের আশরাফুল ইসলাম ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের মো. রায়হান পাটোয়ারী।
তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে পরিচিত।
এক অফিস আদেশে বহিষ্কারের পাশাপাশি এই তিনজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তি চলাকালীন ক্যাম্পাসে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার কথা বলা হয়েছে।
কিন্তু, রবিন ও রায়হান এখনো বিশ্ববিদ্যালয় হলে থাকছেন বলে জানা যায়। শাখা ছাত্রলীগও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
তবে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সভাপতি জুয়েল রানা। তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে তাঁকে ছাত্রলীগ ছাড় দিবে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২২ জুন বহিরাগত এক ব্যক্তি (রুবেল বড়ুয়া) তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। তখন বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জিমনেশিয়াম সংলগ্ন কালভার্ট এলাকায় গেলে বহিষ্কৃত এই তিন শিক্ষার্থী তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় বাধা দেওয়ায় বহিরাগত ব্যক্তির সঙ্গে বহিষ্কৃতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিকে, ভর্তিচ্ছু এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের নাসিম ঐশ্বর্য আহমেদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।