হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী রোববার বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশন ইনচার্জ ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, ফিশারিজ অনুষদের ডিন ড. মো. রেজওয়ানুল হক, ছাত্রনেতা নয়ন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুশীল ইয়াদো, রুহুনী মাহিয়ান, কৃষ্ণ প্রসাদ মাহাতো, ইউনুস আহমেদ নুর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। প্রতি শিক্ষাবর্ষে ৫০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং তাঁদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক হলের ব্যবস্থা করেছে। বিদেশি শিক্ষার্থীরা এখান থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করে এ শিক্ষা নিজ দেশে কাজে লাগানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, সোমালিয়া, জিবুতি, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের মোট ১২০জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।