জাবিতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ শিক্ষার্থীকে মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীসহ চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ওই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী ছাত্রীসহ তিন ছাত্র গুরুতর আহত হন।
অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের আহত ওই শিক্ষার্থীরা হলেন আল আমিন হোসেন, জয় ভূষণ দেবনাথ, আসিফ ইকবাল ও আসমাউল হুসনা।
অভিযোগে বলা হয়, বুধবার রাতে বটতলার একটি দোকানে বসে রাতের খাবার খাচ্ছিলেন আল আমিন, জয়, আসিফ ও হুসনা। সে সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহান, আকাশ, তামীম, মার্কেটিং বিভাগের শাওন, প্রত্ত্বতত্ত্ব বিভাগের মাহিদসহ ১০-১২ শিক্ষার্থী হুসনার উদ্দেশে বিভিন্ন রকম অশালীন মন্তব্য করতে থাকে। এতে করে হুসনার বন্ধুরা প্রতিবাদ করেন।
পরে খাওয়া শেষ করে দোকান থেকে বের হলে উত্ত্যক্তকারী শিক্ষার্থীরা হুসনা ও তাঁর বন্ধুদের ওপরে হামলা চালায়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
তবে শিক্ষার্থী সোহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বটতলায় কী হয়েছে, তাই তো জানি না। আমরা তো বুধবার বন্ধুর জন্মদিন পালন করছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। শিগগিরই ছাত্র-শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’