রাবিতে পরিযায়ী পাখির আলোকচিত্র প্রদর্শনী শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পরিযায়ী বসতি’ শিরোনামে পরিযায়ী পাখি নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীটির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
রাজশাহীর আবদুল খলিল পণ্ডিত ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার আলোকচিত্রী মো. নজরুল ইসলামের ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী নজরুল ইসলাম বলেন, ২০১৪ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপকহারে পরিযায়ী পাখির আগমন ঘটেছিল। পাখিগুলো ক্যাম্পাসের নারকেল, তাল, সুপারি, আমসহ শতাধিক গাছে বসতি গড়ে তুলে ছিল। তবে ওই বছরের ১৪ এপ্রিল মাসে প্রলয়ঙ্করী ঝড়ে তাদের আবাস বিনষ্টসহ বহু পাখি মারা যায়। এরপর বাদবাকি পাখিও পর্যায়ক্রমে ক্যাম্পাস ত্যাগ করে। এরপর ক্যাম্পাসে সেভাবে তেমন পরিযায়ী পাখি দেখা যায়নি। তাই সে সময়ের পরিযায়ী পাখির বসতির খণ্ড খণ্ড প্রামাণ্যচিত্র তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন।