ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক-সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত হয় 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ৬৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৩ জন।
পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কারণ, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।’
এক প্রশ্নের জবাবে আরেফিন সিদ্দিক বলেন, ‘সরকার চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।’
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করে কখনো কোনো আন্দোলন করেন না বলেও মন্তব্য করেন তিনি।
আগামীকাল শনিবার 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৬ অক্টোবর ‘গ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।