চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের পুনর্মিলনী
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার দুপুরে শহীদ মিনার চত্বরে পুনর্মিলনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে জীববিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর ২০ বছর পর প্রাণের উচ্ছ্বাসে প্রিয় সবুজ ক্যাম্পাসে একত্রিত হয়ে এই ব্যাচের ২২টি বিভাগের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী আড্ডায় মেতে ওঠেন।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম কমু জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণা, আড্ডা, মেজবানের ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সদস্য সচিব আছলাম মোর্শেদ জানান, প্রতিবছর বন্ধুদের নিয়ে পুনর্মিলনী ছাড়াও ২৩তম ব্যাচের সদস্যরা সামাজিক নানা কর্মসূচিতে তৃণমূল মানুষের সেবার বিশেষ অবদান রাখছেন।