এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ঢাবির পাঁচ শিক্ষার্থী
২০১৩ সালের বিএস (সম্মান) এবং এম এস পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের পাঁচ শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক লাভ করেছেন। আজ মঙ্গলবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত ‘নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও ১৯তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মেধাবীদের হাতে এ পদক তুলে দেন।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন খাদিজা খাতুন (বিএস), তানজিলা ইয়াসমিন নিলু (এমএস), অনামিকা রানী দাস (এমএস), ফারহানা আহমেদ সীমি (এমএস), জাকির হোসেন (এমএস)।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. অমূল্য চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিসেস এস আর গজনবী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল আজিজ বক্তব্য দেন।
উপাচার্য স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ এফ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করে গেছেন। ফাউন্ডেশনের অব্যাহত এই প্রচেষ্টা ও অনুদান মেধাবী শিক্ষার্থীদের উপকৃত ও অনুপ্রাণিত করবে।