ভোট চেয়ে চিঠি লিখলেন প্রার্থী
ডাকসু নির্বাচনে প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছেন। অনেকেই ব্যানার, প্ল্যাকার্ড, লিফলেট, ফেস্টুন ইত্যাদিকে প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আবার অনেকেই বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। কিন্তু নিজের প্রচারণা চালাতে ভিন্ন এক পন্থা বেছে নিয়েছেন রোকেয়া হলের এক প্রার্থী। তিনি হাতের লেখা চিঠি ভোটারদের দিয়েছেন। আর ওই চিঠির মাধ্যমেই ভোট চেয়েছেন।
অভিনব কায়দায় প্রচার চালানো এই প্রার্থীর নাম শেখ সায়িদা আফরিন শাফি। তিনি রোকেয়া হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী। তাঁর ব্যালট নম্বর ৩। তিনি বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি স্বতন্ত্র প্রার্থী।
হাতে লিখে প্রায় এক হাজার চিঠি বিলি করছেন বলেও জানান শাফি। তিনি গত বছরে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আলোচনায় আসেন।
শাফির চিঠিতে লেখা আছে- ‘প্রিয় রোকেয়া হলবাসী, পত্রের শুরুতে ভালোবাসা নিবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ২০১৮ সালের ২৩ জানুয়ারি রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে হামলার কথা। যৌন নিপীড়নের বিচারের দাবিতে গিয়ে সেদিন হামলার শিকার হয়েছিলাম। পরবর্তী সময়ে যৌন নিপীড়নের বিচারের দাবিতে আবারও দাঁড়িয়েছিলাম। সেদিন আমরা মাত্র চারজন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলাম উপাচার্যের সামনে। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে অনেকেই অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আশা করছি অতীতে যারা আপনার পক্ষে ছিল আপনিও তাদের পক্ষে থাকবেন। ইতি আপনাদের শাফি।’
এই অভিনব প্রচারণার বিষয়ে শাফি বলেন, ‘অনেকেই অনেক রকমভাবে প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, চিঠি সঙ্গে মানুষের একটা আবেগ জড়িত। আর এখন চিঠি প্রায় উঠে গেছে। তাই আমি প্রচারণার মাধ্যম হিসেবে চিঠিকে বেছে নিয়েছি।’
ছবি ক্যাপশন : চিঠি লিখে ভোট চাইলেন শেখ সায়িদা আফরিন শাফি। ছবি : সংগৃহীত