নূর নন্দী মুস্তাফিজের বিরুদ্ধে মামলা করবে ছাত্রলীগ

ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলের ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে নূরুল হক নূর, লিটন নন্দী দাস ও মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
সোমবার রোকেয়া হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম রাব্বানী বলেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রার্থিতা বাতিলে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ সময় কোটা সংস্কার আন্দোলন প্যানেলের ভিপি প্রার্থী নূরুল হক নূর, বাম দলের ভিপি প্রার্থী লিটন নন্দী ও জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানান।
গোলাম রাব্বানী বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নির্বাচন নিয়ে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে।
দীর্ঘ ২৮ বছর পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে।