কোটা আন্দোলনকারীদের নেতা নুরুল হক ডাকসুর ভিপি

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা মো. নুরুল হক নূর। জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে ছাত্রলীগ।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন। সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ভিপি ছাড়াও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছে।
ভিপি পদে নুরুল হক পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন পেয়েছে ৯ হাজার ১২৯ ভোট।
জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট।
এজিএস পদে ছাত্রলীগের সাদ্দাম হোসেন পেয়েছেন ১৫ হাজার ৩০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ৫৮৯৬ ভোট।
ফল ঘোষণার সময় সেখানে ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ।
এদিকে ভোটগ্রহণের সময় রোকেয়া হলে নুরুল হক নূরের ওপর হামলার অভিযোগ ওঠে। অন্যান্য প্যানেলের সঙ্গে নূরের প্যানেলও ভোট বর্জনের ডাক দেয়।