উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবিতে র্যাগ ডে উদযাপন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা রোববার দিনব্যাপী ব্যাপক উৎসবমুখর পরিবেশে র্যাগ ডে উদযাপন করেছেন। আটটি বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থীর শিক্ষাজীবনের শেষ দিনের আনন্দ উচ্ছ্বাসে ক্যাম্পাস আনন্দ মুখর হয়ে ওঠে।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরী ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে কেক কেটে র্যাগ ডের উদ্বোধন করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ তোমাদের শিক্ষাজীবন পূর্ণতা পেল। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা পরিপূর্ণ হতে পারো সেই চেষ্টাই প্রতিনিয়ত করবে। আমাদের দেওয়া শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগাবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুল আলীম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থীরা।
এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে র্যাগ ডে উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছিল রঙিন ও মনোরম পরিবেশে। ২০১০-১১ শিক্ষাবর্ষের অর্থনীতি, পদার্থ, ব্যবসায় প্রশাসন, গণিত, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই র্যাগ ডে উদযাপন করে।