Beta

নীলক্ষেতে সড়ক অবরোধ ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের

২৩ এপ্রিল ২০১৯, ১৭:৩০

ইউএনবি
মঙ্গলবার নীলক্ষেতে সড়কে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ফল বিপর্যয়সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে নীলক্ষেত-নিউমার্কেট সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় ২৫০-৩০০ জন শিক্ষার্থী মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে।

এদিকে রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, তারা ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ, গণহারে অকৃতকার্যের ব্যাখ্যা ও পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ন চায়।

এ ছাড়া সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক ভবন, মাসে অন্তত ১৪টি ক্লাস ঢাবি শিক্ষকদের নেওয়া, আলাদা একাডেমিক বর্ষসূচি এবং সেশনজট নিরসনে ক্রাস প্রোগ্রাম নেওয়ার দাবি শিক্ষার্থীদের।

Advertisement