পাবিপ্রবিতে বাউল সম্মিলন ও ভাষা-সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ভাষা ও সাহিত্য বিষয়ক মুক্ত আলোচনা ও বাউল সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। তিনি বলেন, ‘সাহিত্য শিক্ষা দেয় মনুষ্যত্বের। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে এ অঞ্চলের মানুষের মধ্যে মানবিকতার বোধ জাগ্রত করবে। বাংলা সাহিত্য অন্যান্য সাহিত্য থেকে অনেক বেশি প্রাগ্রসর, কারণ বাংলা ভাষায় যখন চর্যাপদ রচিত হয়েছে ইংরেজি সাহিত্য তখন ততটা সমৃদ্ধ ছিল না। এই সাহিত্যের মধ্যেই বাঙালির অস্তিত্বের সন্ধান করতে হবে।’ বাউলদেরকে তিনি সত্যিকারের অসাম্প্রদায়িক ও খাঁটি মানুষ বলে অভিহিত করেন। বাউলদের কাছ থেকে ছাত্র-ছাত্রীদের বহু কিছু শিক্ষণীয় আছে বলে মনে করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. অমৃতলাল বালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও প্রক্টর আওয়াল কবির জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীম।
অনুষ্ঠানের বিশেষ দিক ছিল পাবনা অঞ্চলের বাউল সম্মিলন। বাউল গান পরিবেশন করেন বাউল সাধক আবুল কাশেম, তাঁর সঙ্গী মন্তাজ বয়াতি, আফাজ বয়াতি, মুকুল বয়াতি, ইউনুস বয়াতি, হানিফ বয়াতি, রব্বান বয়াতি, শিশুশিল্পী রাতুল, আশা সরকার এবং বাংলা বিভাগের সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শ্রেয়া দত্ত ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বাংলা বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।