এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৭ জুলাই
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৭ জুলাই প্রকাশিত হবে।
আজ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে।
এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা দেশে ১৩ লাখ ৫৫ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ১ এপ্রিল আর শেষ হয় ১১ মে।