ঢাকা বিশ্ববিদ্যালয় আজ খুলছে
আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস পুনরায় শুরু হবে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা, পবিত্র আশুরা, লক্ষ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো আজ খুলছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৯ অক্টোবর সোমবার থেকে ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল।