জাবিতে ‘মাইক্রোবাস সন্ত্রাস’, ধাক্কায় দুই ছাত্রীসহ আহত ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক মাইক্রোবাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য অমর একুশের সামনে এ ঘটনা ঘটে।
বাংলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে বাংলা বিভাগের ৪১তম ব্যাচের দুই ছাত্রী ফারজানা দৌলা ও সুস্মিতা বৃষ্টি জাহানারা ইমাম হল থেকে রিকশায় করে ক্লাস করতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী রিকশাটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস সে রিকশায় ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে রিকশাচালক ও দুই ছাত্রী গুরুতর আহত হন।
পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মোজেজা জহুরা জানান, ফারজানা দৌলা হাতের আঙুল ও দাঁতে এবং সুস্মিতা চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ছাড়া শরীরে আরো বেশ কিছু আঘাত পেয়েছেন তাঁরা।
মাইক্রোবাসের চালক সাভারের কলেজ অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের একাদশ শ্রেণির ছাত্র জহিরুল জানায়, এক পরিচিত চালকের কাছ থেকে তারা মাইক্রোবাস নিয়ে ক্যাম্পাসে আসে। সে গাড়ি চালাচ্ছিল। পাশে বসা ছিলে সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু বকর। তার কোনো বৈধ লাইসেন্স নেই বলে জহিরুল স্বীকার করে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবু সৈয়দ জিন্নাহ এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার পর দুজনকে আটক করে হয়েছিল। বিকেলে তাদের অভিভাবক এসে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বাবদ প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সংশ্লিষ্ট হল প্রভোস্ট বরাবর জমা দিয়েছেন। এরপর মুচলেকা দিয়ে তাদের নিয়ে গেছেন। চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পে জব্দ থাকবে।
বিশ্ববিদ্যালয়ে আজকের ঘটনার মতো বহিরাগতরা নিয়মিত মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে বেপরোয়া গাড়ি চালায় বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।