শপথে অংশ নিতে জড়ো হয়েছেন বুয়েট শিক্ষার্থীরা

গণশপথে অংশ নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বুধবার জড়ো হয়েছেন ক্যাম্পাসের অডিটরিয়ামে। ছবি : এনটিভি
গণশপথে অংশ নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ক্যাম্পাসের অডিটরিয়ামে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এই গণশপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীদের বুয়েটের অডিটরিয়ামে জড়ো হতে দেখা গেছে। অডিটরিয়ামে প্রবেশ করতে হলে শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও এই গণশপথে অংশ নেবেন। মাঠের আন্দোলন কার্যক্রম আপাতত স্থগিত থাকলেও সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবেন শিক্ষার্থীরা।