ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফল স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফলাফল স্থগিত করা হয়েছে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সন্ধ্যায় বিজ্ঞান অনুষদের ডিনের কক্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও যুগ্ম-সমন্বয়কারীদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভার সিদ্ধান্ত মোতাবেক ‘ক’ ইউনিটে অংশগ্রহণ পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে একটি সেটের এমসিকিউ অংশের উত্তরপত্র মূল্যায়ণে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করে ঘোষিত ফলাফল স্থগিত করা হল। সংশোধিত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।’ ফলাফল স্থগিতের বিষয় নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ‘ক’ ইউনিটের ফলাফল এক মাস পর আজ রোববার প্রকাশিত হলে রেজাল্টে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায়।