শাবিপ্রবিতে প্রতি আসনের জন্য লড়বে ৪২ জন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪২ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, ‘এ’ ও ‘বি’ ইউনিটে এক হাজার ৭০৩টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ৭০ হাজার ৫৪৩টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৩৯টি এবং ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫০৪ পরীক্ষার্থী।
তিনি জানান, প্রতিবছরের মতো এবারও বহুনির্বাচনী পদ্ধতিতে ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জিপিএর ওপর থাকছে সর্বোচ্চ ৩০ নম্বর।
উপাচার্য আরো জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। তবে এবার ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নগরীতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যে বাস দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন বিনা ভাড়ায়। পরীক্ষার দিন বাস সিলেট বাস টার্মিনাল, রেলস্টেশন, রিকাবীবাজার, জিন্দাবাজার, চৌহাট্টাসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবে। এ ছাড়া বিভিন্ন সংগঠন যাতায়াত ও তথ্য দেওয়ার জন্য বিনামূল্যে সেবার ঘোষণা দিয়েছে।
আজ বিকেলে নগরীর মির্জাজাঙ্গালের একটি হোটেলে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
এদিকে, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শাবিপ্রবি ভর্তি পরীক্ষা কমিটি।