চবি ‘ডি’ ইউনিটের ফল স্থগিত, পুনঃপরীক্ষা ৬ নভেম্বর
কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফল স্থগিত করা হয়েছে।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার ‘ডি’ ইউনিটের সমন্বয়ক ও শিক্ষা অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রায় ৩০০ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নিয়ে সম্মিলিত ফল ঘোষণা করা হবে। আর সেই পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
চবি সূত্র জানায়, স্নাতক প্রথম বর্ষের প্রতিটি ভর্তি পরীক্ষার জন্য মোট তিন ধরনের—সাধারণ, জাতীয় কারিকুলাম ও ব্রিটিশ কারিকুলামে প্রশ্ন প্রণয়ন করা হয়। এর মধ্যে সাধারণ কারিকুলামে শুধু ইংরেজি অংশের প্রশ্নগুলো ইংরেজিতে ও বাকি প্রশ্ন বাংলায় করা হয়। জাতীয় কারিকুলামে বাংলা ছাড়া সব প্রশ্ন ইংরেজিতে করা হয় ও ব্রিটিশ কারিকুলামে সব প্রশ্নই ইংরেজিতে করা হয়।
এবার চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র শুধু জেনারেল ও ব্রিটিশ কারিকুলামে করা হয়েছে। ফলে ন্যাশনাল কারিকুলামের প্রায় ৩০০ শিক্ষার্থীর ঐচ্ছিক ইংরেজি অংশের পরীক্ষার প্রস্তুতি না থাকায় শিক্ষার্থীদের ফলাফলে প্রকাশে জটিলতা সৃষ্টি হয়েছে।