শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শতকোটি টাকার তহবিল

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে। আর ওই বছর বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি টাকার তহবিল হস্তান্তর করতে চায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডুয়ার সভাপতি রকীব উদ্দিন আহমেদ। আগামী ২৩ জানুয়ারি ‘হীরন্ময় অ্যালামনাই মেলবন্ধন’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রকীব উদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এ তহবিল হস্তান্তর করা হবে।’ তহবিলে অর্থ দেওয়ার জন্য রাষ্ট্রের বিত্তবান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছে আহ্বান জানান তিনি।
রকীব উদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের মায়ের মতো প্রতিষ্ঠান। মায়ের অধিকারটি আমাদের পালন করতে হবে। মায়ের প্রতি দায়বদ্ধতা মোচনে আমাদের এই প্রচেষ্টা।’
আগামী ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘হীরন্ময় অ্যালামনাই মেলবন্ধনে’র আয়োজন করেছে ডুয়া। এতে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশে অবস্থানরত প্রায় আট হাজার প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।
দিনব্যাপী এ মিলনমেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রবীণ মেসবাউল বারী চৌধুরী এবং প্রাক্তন নারী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সানদিয়াগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফিয়া দিল।
এ মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক তিনজন উপাচার্য এমাজউদ্দীন আহমদ, এ কে আজাদ চৌধুরী ও এস এম ফায়েজের সঙ্গে থাকবেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।