পালপাড়ার মাটির শিল্পে আধুনিকতার ছোঁয়া
পটুয়াখালীর বাউফল উপজেলার পাল পাড়া। এটি উপজেলার মদনপুরা ইউনিয়নে অবস্থিত। প্রাচীন কাল থেকেই পালপাড়া নামে পরিচিত এ গ্রামটি। প্রায় ২৭০ ধরে বংশপরম্পরায় এখানে পালেরা মাটির জিনিসপত্র তৈরি করে আসছেন। এ পালপাড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ স্বাক্ষী ও ঐহিত্য, বাঙালি সংস্কৃতির ধারণ করে। পালপাড়ার মাটির শিল্পে আধুনিকতার ছোঁয়া লেগেছে ৭০’র দশকে। কারুশিল্পীরা নান্দনিক কারুকার্যে মাটির নানা পণ্য তৈরি করে থাকেন। এসব মাটির মাটির পণ্য দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজারে জায়গা করে নিয়েছেন। ইউরোপ, আমেরিকা ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে পালপাড়ায় তৈরি মাটির পণ্য। এ মৃশিল্পের সুখ্যাতি এখন বিশ্বজোড়া। ছবি : এম. এ হান্নান

১ / ১৫

২ / ১৫

৩ / ১৫

৪ / ১৫

৫ / ১৫

৬ / ১৫

৭ / ১৫

৮ / ১৫

৯ / ১৫

১০ / ১৫

১১ / ১৫

১২ / ১৫

১৩ / ১৫

১৪ / ১৫

১৫ / ১৫