ঢাবি উপাচার্যকে সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকে সংবর্ধনা দিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ‘অতীশ দিপঙ্কর শান্তি স্বর্ণপদক-২০১৫’ লাভ করায় গত শনিবার তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার উপাচার্যের বাসভবনে সংবর্ধনা ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মফিজুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সহসভাপতি এম খায়রুল কবীর, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ নির্বাহী পরিষদের সদস্যরা।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষা বিস্তারে এবং বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি-সম্প্রীতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আ আ ম স আরেফিন সিদ্দিক অক্লান্ত শ্রম দিয়েছেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি ‘অতীশ দিপঙ্কর শান্তি স্বর্ণপদক-২০১৫’ পুরস্কার লাভ করেছেন। এটি জাতির জন্য গৌরবের। নতুন প্রজন্ম তাঁর কর্ম ও আদর্শ থেকে উদ্বুদ্ধ হবে।