বিদেশে পড়তে যেতে দিতে হবে তিনটি পরীক্ষা
বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের এখন থেকে বাংলাদেশে স্থাপিত সংশ্লিষ্ট দেশের রিসোর্স সেন্টারে পরীক্ষা দিতে হবে।
পরপর তিনটি পরীক্ষায় পাসের পর সার্টিফিকেট সাপেক্ষে বিদেশে লেখাপড়ার জন্য যেতে পারবেন বাংলোদেশি শিক্ষার্থীরা। আর এসব পরীক্ষা নেওয়া হবে মূলত ভাষাগত দক্ষতা বা ভাষা শিক্ষার ওপর।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপের দেশগুলোতে সাম্প্রতিক নিয়মকানুন পরিবর্তনের কথা জানিয়ে ইউরো রিসার্স সেন্টারের কো-অর্ডিনেটর এবারহার্ড সুকার এসব কথা জানান।
এরই অংশ হিসেবে বাংলাদেশে জার্মান রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের সেন্টারও বাংলাদেশে স্থাপন করা হবে বলে জানান এবারহার্ড সুকার।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্থাপিত জার্মান রিসোর্স সেন্টার থেকে জার্মানিতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা জার্মান ভাষা শিক্ষা (এ ১, এ ২, বি ২) পরীক্ষা দিতে পারবেন।