জাবিতে শূন্য আসনে ভর্তি ২৯-৩০ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। অপেক্ষমাণ তালিকা থেকে এ ভর্তি কার্যক্রম চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৮ মার্চ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের অধীনে ৩৬টি বিভাগে ২৬৪টি আসন শূন্য রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সব ইউনিটের শূন্য আসনের তালিকা ২৬ এপ্রিল অনুষদ অফিস/সংশ্লিষ্ট বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অপেক্ষমাণ তালিকাভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৭ ও ২৮ এপ্রিল পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে ২৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
এর পরও আসন শূন্য থাকলে আগামী ৩০ এপ্রিল দুপুর ২টায় সংশ্লিষ্ট অনুষদ কার্যালয় বা বিভাগে উপস্থিত আবেদনকারীদের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।