এইচএসসি পরীক্ষার সময় পুনর্নির্ধারণ
সিটি করপোরেশন নির্বাচনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ এপ্রিলের পরীক্ষা শুরু হবে আগামীকাল ২ মে শনিবার সকাল ১০টায় ও দুপুর ২টায়। এ ছাড়া স্থগিত হওয়া ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ১৬ মে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে এ তথ্য দিয়েছেন।
আগামীকাল সকাল ১০টায় শুরু হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, ইংরেজি শর্টহ্যান্ড (তত্ত্বীয়) প্রথম পত্র (ডিআইবিএস)। এদিনই দুপুর ২টায় শুরু হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (ইসলামী শিক্ষা শাখা) দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গসংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।