‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে রাবির ভর্তিযুদ্ধ শুরু
‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (২৯ মে) সকাল ৯টায় শুরু হয়ে প্রথম শিফটের পরীক্ষা চলবে ১০টা পর্যন্ত। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা চলবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ২৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করবে চার স্তরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এই হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।
এছাড়া ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন ও ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন চূড়ান্ত আবেদন করেছে। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮১৬টি। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ভর্তিচ্ছুদের।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুস্তি নেওয়া হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সজাগ রয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হেল্প ডেস্ক, পুলিশ, বিএনসিসি ও রোভার স্কাউট থাকবে।’