রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তিনজনকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় শুরু হওয়া প্রথম শিফটের পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুইজনকে এবং ১১টায় দ্বিতীয় ধাপে শুরু হওয়া পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় একজনকে আটক করা হয়।
প্রথম ধাপে আটকরা হলেন—মো. হোসাইন ও স্বপন হোসাইন। তাদের মধ্যে স্বপন হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে আটক হয়েছেন মো. আব্দুর রাকিব।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে ৪২৪ নং কক্ষের মো. জাহিদ আল হাসান সিয়ামের (রোল : ২১৬০২) প্রক্সি হিসেবে মো. হোসাইনকে আটক করা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানাধীন আবদালপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের ১৩৫ নং কক্ষের পরীক্ষার্থী তানভীর আহমেদের (রোল : ২৪০৯৬) পরিবর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইনকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার চকগোপীনাথ গ্রামের বাসিন্দা। এ ছাড়া, ১১টার পরীক্ষায় স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে ৩৩৭ নং কক্ষের মো. আব্দুর রাকিবের (রোল : ৪০৯৪৩) প্রক্সি হিসেবে মো. আব্দুর রাকিবকে আটক করা হয়। তিনি জয়পুরহাটের কালাই থানাধীন উত্তর পাকুরিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাদের সমন্বয়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রক্টর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে প্রক্সির বিষয়টি তারা স্বীকার করেছেন। এখন প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে সাইবার ক্রাইম দল সন্দেহভাজনদের ওপর নজরদারি চালাচ্ছে।’