রাবির ‘সি’ ইউনিটের ফলপ্রকাশ,পাসের হার ৪১.৩৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ৪১ দশমিক ৩৫ শতাংশ ভর্তিচ্ছু। আজ সোমবার (৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১-এ পাস করেছে ২২ দশমিক ৪২ শতাংশ। গ্রুপ-২-এ পাস করেছে ৩৮ দশমিক ৩১ শতাংশ। গ্রুপ-৩-এ পাসের হার ৩২ দশমিক ৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাসের হার ২৪ দশমিক ৭৬ শতাংশ এবং গ্রুপ-৫-এ পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ।
গত ২৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়৷ পরদিন ৩০ মে 'এ' ইউনিট ও ৩১ মে 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিট মিলিয়ে কোটা ছাড়া মোট তিন হাজার ৯৩০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে এক লাখ ৭৮ হাজার ৫৯১ টি।